Bengali NewsPANDESWAR-ANDALWest Bengal

বিজেপি কখনোই বাংলার দল নয়, নেতারা নিজেকে সংশোধন করুন : জিতেন্দ্র তিওয়ারি

বেঙ্গল মিরর, পান্ডবেশ্বরঃপান্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের পানসিউলি গ্রামে তৃনমুল কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে মুখ্য বক্তা হিসাবে উপস্থিত থাকা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, যে ভোটে দাঁড়ায় সেই জিততে চায়। কিন্তু এই এলাকায় যে নেতা আছেন, তাকে নিয়ে নিজেদের মধ্যে কথা বলেন ঘরের ভেতরে। তাই আজ প্রকাশ্যে বলতে হচ্ছে। এরা ২০১৬ সালে আমাকে ভোট দিয়েছিলেন। গোগলা এলাকা আমাকে সমর্থন না দিলে, আমি বিধায়ক হতে পারতাম না। ২০২১ সালের জন্য আমরা আবার ভোট চাইতে এসেছি। ভোটে আমাকে যে গরীব মানুষেরা সমর্থন করেছিলেন, তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে চলা প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন। একজনের কাঁচা বাড়ি ছিলো, সাইকেলে চড়তো। আচমকাই তার দোতলা বাড়ি হয়। চারচাকা গাড়ি হয়ে যায়। তারা যদি গরীর মানুষ দের কাছে ভোট চাইতে যায় তো গরীব মানুষ ভোট দেবেন? মাইকে বড় বড় কথা বলবেন, আর চাকরির নামে লোকেদের থেকে টাকা চাইবেন। এখান কার নেতা শুধরে যান। ভোটের সময় তিনবার লোকের কাছে যান। ভোটের পরে গরীব মানুষেরা কথা শোনার সময় থাকবেনা। তিনি আরো বলেন, বিজেপি কখনোই বাংলার দল নয়। বিজেপি বিহার, রাজস্থান ও হরিয়ানার দল। বাাংলার লোকেরা কেন বিজেপি করতে যাবে। মমতা বন্দোপাধ্যায় তৃনমুল কংগ্রেস তৈরী গরীব মানুষদের জন্য করেছিলেন। তিনি তাদের জন্য দল করেছিলেন। এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুজিত মুখার্জি, চুমকি মুখার্জি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *