DURGAPUR

দুর্গাপুর পৌরসভা ৩১ জুলাই অবধি পাবলিক ওয়ার্কস বন্দ্ধের সিদ্ধান্ত নিল

ইন্দ্রভুষন ঝা, দুর্গাপুর বেঙ্গল মিরর , ১৪ জুলাইঃঃ

পশ্চিম বর্ধমান জেলায় করোনা ভাইরাসে ২৪৩ জন সংক্রমিত হয়েছে। জেলায় ২৪ ঘন্টায় ২৫ জন আক্রান্ত হয়েছে। দুর্গাপুর শিল্প শহরেও হু হু করে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তদের সংখ্যা ।
আনলক হওয়ার পরে দুর্গাপুর নগর নিগমে প্রতিদিনই আসছিলো বহু মানুষ। যেন এই ভীড়ের ফলে করোনা বৃদ্ধি না হয় তাই অফিসে পাবলিক ওয়ার্কস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর পৌরসভা । পৌরসভার কমিশনার পুস্পেন্দু মিত্র জানান ১৫ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত পৌরসভার দফতরে সাধারণের প্রবেশ নিষেধ। তবে অনলাইনে ট্যাক্স জমা দেওয়া যাবে। তিনি জানান পৌরসভা বন্ধ থাকায় কিছু মানুষের সমস্যা হবে, কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেয় পৌরসভা।

Leave a Reply