আসানসোলের রেলপার মহুয়াডাঙ্গাল অঞ্চলের অবসরপ্রাপ্ত রেলকর্মীর শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস
বেঙ্গল মিরর , আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমানের আসানসোল শহরের রেলপার অঞ্চলে আরেকজন করোনা সংক্রমিত ব্যক্তির সন্ধান পাওয়া গেল। রেলপার মহুয়া ডাঙ্গাল অঞ্চলে একজন অবসরপ্রাপ্ত রেলকর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। আপাতত সেই ব্যক্তি আসানসোলের ডিভিশনাল রেল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই রেলপার এবং রেল হাসপাতাল অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্র অনুযায়ী খবর ওই অবসরপ্রাপ্ত রেলকর্মী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার পর রবিবার তাকে রেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠান এবং পরীক্ষার রিপোর্ট আসার পর করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। উল্লেখযোগ্যভাবে এর আগেও রেল হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলার মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছিল। ওই ঘটনাটির আগে চিকিৎসাধীন এক গর্ভবতী মহিলার কোন রিপোর্ট পজিটিভ এসেছিল।