আসানসোলে যাত্রী তোলা নিয়ে অটো ও টোটোর মধ্যে গন্ডগোল, টোটো চালককে মারধর করার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে
বেঙ্গল মিরর, বিজু মন্ডল, আসানসোল: আসানসোল কর্পোরেশনের মোড়ে যাত্রী তোলা নিয়ে অটো ও টোটোর গন্ডগোল। অভিযোগ এক টোটো চালককে মারধর করেছে অটো চালক। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর এদিনই ফের যাত্রী তোলা নিয়ে আসানসোল উত্তর থানার ওকে রোড এলাকায় অটো ও টোটোর মধ্যে গন্ডগোল হয়। ফের ওই টোটো চালককে মারধর করেছে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, যাত্রী তোলা নিয়ে এই গন্ডগোল হয়েছে। ওই টোটো চালককের অভিযোগ তাকে দুবার মারধর করেছে। এই ঘটনার বিষয়ে স্থানীয় কাউন্সিলর হাজি নাসিম আনসারি এবং বোরো চেয়ারম্যান গোলাম সরোবরকে জানানো হয়েছে। সম্যসা সমাধানের আশ্বাস দিয়েছেন কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান।