Bengali NewsDURGAPUR

কর্তব্য ফাউন্ডেনের পক্ষ থেকে নতুন বস্ত্র ও টিফিনের প্যাকেট তুলে দেওয়া হলো

বেঙ্গল মিরর, দুর্গাপুর: কর্তব্য ফাউন্ডেনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় পুজোর আগে ছোটো ছোটো বাচ্ছাদের ও মা দের ইচ্ছেপূরণ করার একটা ছোট প্রয়াস মাত্র । প্রায় ১০০ জন under privilege মানুষদের হাথে নতুন বস্ত্র ও টিফিনের প্যাকেট তুলে দেওয়া হলো ।

কর্তব্য ফাউন্ডেনের সদস্যরা বলেন ওদের মুখে হাসি ফোটাতে পেরে ভীষণ ভালো লাগছে । ওনারা জানান আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যে সমস্ত বিশিষ্ট অতিথি বর্গ তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে আন্তরিক প্রণাম ও ধন্যবাদ জানাই , ওনারা ওনাদের মূল্যবান সময় থেকে সময় বার করে আমাদের পাশে এসে দাঁড়ান , আর বাচ্চাদের হাথে উপহার তুলে দেওয়ার দেন। তার সঙ্গে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই _ রানু, সুকান্ত, মৌসুমী , চৈতালী দি, পৃথা , সোহেল , রাহুল কে ওনাদের উচ্চ মানবিকতার জন্য, আমাদের আজ খুবই আনন্দ হল ।

সবাই আমাদের পাশে আছে দেখে বেশ ভালো লাগলো… আগামীদিনে ও এ ধরনের আরো অনেক কিছু কাজ করার উত্সাহ বেড়ে গেলো আমাদের।
সঙ্গে আমার পুরো কর্তব্য টিম মেম্বার দেরকে ও মিতাদিকে জানাই অসংখ্য ধন্যবাদ , তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই অনুষ্ঠানটিকে এত সুন্দর ভাবে সাফল্য করে তোলার জন্য।
“”কর্তব্য ফাউন্ডেশন সদা নিজ সমাজের প্রতি কর্তব্য পালনে অঙ্গীকারবদ্ধ।

Leave a Reply