আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র কুলটি স্টেশন এলাকার সম্যসা নিয়ে রেলের ডিআরএম কে চিঠি দিলেন
বেঙ্গল মিরর, বিজু মন্ডল, আসানসোল: আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র কুলটি স্টেশন এলাকার সম্যসা নিয়ে রেলের ডিআরএমকে চিঠি দিলেন। ডেপুটি মেয়র তাবাসুম আরা জানিয়েছেন কুলটি স্টেশন সংলগ্ন এলাকায় ল্যান্ডের কাজ চলছে। এর ফলে মানুষের অসুবিধা হচ্ছে। এমনকি মোটরবাইক ও টোটো চালাতে মানুষের সম্যসা হচ্ছে।
প্রসঙ্গত, গতকাল কুলটি স্টেশনের কাছে পথ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিল।তাই ডেপুটি মেয়র তাবাসুম আরা শীঘ্রই এই ল্যান্ডের কাজ ঠিক করার জন্য রেলের ডিআরএম কে চিঠি দিয়ে জানিয়েছেন। এর পাশাপাশি কুলটি স্টেশন এলাকায় বৃক্ষরোপণ করার অনুরোধ জানিয়েছেন। এই এলাকায় বৃক্ষরোপন হলে এলাকার মানুষের উপকার হবে। এমনকি কুলটি স্টেশনের রেল ফাটোকে ফ্লাই ওভারব্রিজ করার জন্য ডিআরএম কে এর আগে বহুবার চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র তাবাসুম আরা।