ASANSOLASANSOL-BURNPURWest Bengal

মাধ্যমিকে রাজ্যে নবম হলো আসানসোল মহিলা কল্যাণ স্কুলের আনুশ্রী ঃ

বেঙ্গল মিরর, আসানসোল,১৫,জুলাই ঃ-
রাজ্যে নবম তথা পশ্চিম বর্ধমান জেলায় প্রথম স্থান দখল করলো আসানসোল উমারানি গরাই মহিলা কল্যান স্কুলের ছাত্রী অনুশ্রী ঘোষ।
তার প্রাপ্ত নম্বর ৬৮৪। সে ইঞ্জিনিয়ার হতে চায়। আসানসোল শহর থেকে অদূরে বারাবনি বিধানসভার অন্তর্গত বালিয়াপুর গ্রামের বাসিন্দা এই অনুশ্রী। পরীক্ষায় ভালো ফল করার উদ্দেশ্যে তিনজন প্রাইভেট টিউশন নিয়ে সারাদিন রাত পড়াশোনা করত। স্কুলের শিক্ষকদের পাশাপাশি মা-বাবার সাহায্যে এই নম্বর সে পায়। এই খবর পেতেই মহিলা কল্যাণ স্কুলের শিক্ষকেরা আনন্দে উৎফুল্ল, আনেক দিন পর এরকম ফল হয়। জেলা প্রশাসন, স্থানীয় বিধায়ক আনুশ্রীকে অভিনন্দন জানান।

Leave a Reply