আসানসোলের নারায়না স্কুলে CBSE দশম শ্রেনীর উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিল স্কুল কতৃপক্ষ

বেঙ্গল মিরর, বিজু মন্ডল, আসানসোল: আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ এলাকার নারায়না স্কুলের CBSE দশম শ্রেনীর পরীক্ষায় ছাত্র ছাত্রীরা ভালো ফল করেছে। তাই এদিন স্কুলের তরফে তাদেরকে সংবর্ধনা জানানো হয়েছে। এদিন স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, 2020 সালে এই স্কুলের ছাত্র ছাত্রীরা CBSE দশম শ্রেনীর পরীক্ষা দিয়েছিল। এই পরীক্ষায় সকল ছাত্র ছাত্রীরা উত্তীর্ণ হয়েছে। এর পাশাপাশি অনেক ছাত্র ছাত্রী ভালো ফলও করেছে। তাই এদিন স্কুলের তরফে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ছাত্র ছাত্রীদের এই সাফল্যে খুশি স্কুল কতৃপক্ষ। এদিন স্কুলের তরফে সংবর্ধনা পেয়ে খুশি পড়ুয়ারাও।

Narayana school

riju advt

2 thoughts on “আসানসোলের নারায়না স্কুলে CBSE দশম শ্রেনীর উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিল স্কুল কতৃপক্ষ

  • July 21, 2020 at 5:08 PM
    Permalink

    Sorry to hear about the principal of AG church school Asansol, as I was also a student there in 1967. My siblings and I studied there. May her soul rest in peace🙏

    • July 21, 2020 at 5:11 PM
      Permalink

      Our heartfelt condolences on the sad demise of the AG Church principal.

      Rajendra Lakhmana from London, UK

Comments are closed.