Bengali NewsBihar-Up-JharkhandCOVID 19National

ভারতবর্ষে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা 10 লাখ পৌঁছল; করোনায় মৃতের সংখ্যা 25 হাজারের গণ্ডি অতিক্রান্ত :

বেঙ্গল মিরর , সৌরদীপ্ত সেনগুপ্ত :
ভারতবর্ষে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১০ লক্ষের গণ্ডি অতিক্রম করল যদিও
৬ লক্ষ ৩৬ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এদিকে করোনাতে মৃত্যুর সংখ্যা 25 হাজার অতিক্রম করেছে।
বৃহস্পতিবার রাত ১১ টা ০৫ মিনিট পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা ৩৪,৪২১ জন হবার পরই দেশে মোট করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেছে।

সূত্র :

https://www.covid19india.org

Leave a Reply