শিল্পাঞ্চলে সম্মানিত হচ্ছে অনুশ্রী,
বেঙ্গল মিরর, আসানসোল, ১৬,জুলাই ঃঃ অনুশ্রী ঘোষ জেলায় শুধু টপ নয়। রাজ্যে নবম স্থান নিয়েছে মাধ্যমিক পরীক্ষায়। এরপরে বিধায়ক তথা আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান তাপস ব্যানার্জি ল্যাপটপ উপহার দিয়ে সম্মানিত করেছে তাকে। স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় তাকে সম্মানিত করেছে। বারাবানির বাসিন্দা অনুশ্রী তাই বারাবানি থানার অফিসার ইনচার্জ অজয় মণ্ডল তাকে সম্মানিত করেছে। এছাড়াও বারাবানির বহু সংগঠনের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়ে আসছে।