ASANSOLASANSOL-BURNPURBengali NewsCOVID 19RANIGANJ-JAMURIA

পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে কন্টেনমেন্ট জোন হল ৬ টি; ঘোষণা করল জেলা প্রশাসন:

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত:
পশ্চিম বর্ধমান জেলায় ছয়টি জায়গায় নতুন করে কনটেইনমেন্ট জোন ঘোষণা করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।

রানীগঞ্জ এলাকার৮৯ নম্বর ওয়ার্ড অন্তর্গত এম জি রোড ( ৯৭ টি বাড়ি)।

দ্বিতীয় জায়গা হল ৮৯ নম্বর ওয়ার্ডের জে এল এন রোড(৮২ টি বাড়ি)।

তৃতীয় জায়গাটি হল ৮৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এস এম রোড (৩৭ টি বাড়ি) ।

চতুর্থ জায়গা হল আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আসানসোল গ্রামের ব্যারেট স্কুলের কাছে দীপু রায়ের ব্যারাক।

পঞ্চম জায়গা হল দুর্গাপুরের ৪ সি / নাইন সেপকো টাউনশিপ এলাকা।

ষষ্ঠ জায়গা হল আসানসোলের পাশেই হিরাপুর থানার অন্তর্গত 80 নম্বর ওয়ার্ডের ধ্রুব ডাঙ্গা অঞ্চল।

ওই সমস্ত এলাকার বাসিন্দাদের অযথা বাড়ি থেকে বের হতে বারণ করা হয়েছে। পাশাপাশি এলাকায় সচেতনতা বাড়াবার এবং এলাকার সেনিটাইজিং করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

Leave a Reply