ASANSOLBengali NewsWest Bengal

উচ্চ মাধ্যমিকে আসানসোলে প্রথম ইস্টার্ন রেল স্কুলের ছাত্র শুভম

বেঙ্গল মিরর, আসানসোল,১৮,জুলাই ঃ– উচ্চ মাধ্যমিকে আসানসোলে প্রথম স্থান দখল করলো ইস্টার্ন রেল স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র শুভম চক্রবর্ত্তীস্কুলে সর্বোচ্চ নম্বর পেয়ে ও জেলায় সম্ভাব্য টপার৷ মোট প্রাপ্ত নম্বর 492 অর্থাৎ 98%। স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র জানান
প্রচন্ড আর্থিক অনটনকে সঙ্গী করে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও দুর্দান্ত রেজাল্ট করল ৷
ধন্যবাদ স্কুলের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ , মা ও বাবার অনর্গল প্রচেষ্টাক যেসব তাকে এই সাফল্য এনে দিয়েছে ৷ ধন্যবাদ জানাই Subabrata Bhattacharyya কে . গত দুবছর থেকে আমার ব্যক্তিগত অনুরোধে তিনি শুভমকেও গ্র্যাজুয়েশন লেবেল অবধি স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *