আসানসোলের গোপালনগরে ইলেকট্রিক সরঞ্জামের ব্যবসায়ী করোনা আক্রান্ত
আসানসোল ,বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : এবার আসানসোলের গোপালনগর এলাকায় একজন করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেল।ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০। তার বাড়িতে ছেলে, মেয়ে এবং স্ত্রী রয়েছেন।এ ব্যাপারে গোপালনগর ক্রিকেট ক্লাবের সভাপতি আরুন মন্ডল জানালেন, ওই ব্যক্তি পেশায় লাইট, মাইক এবং ইলেকট্রিক এর সরঞ্জাম সংক্রান্ত ব্যবসা করেন। তিনি বেশ কিছুদিন সর্দি-কাশি সমস্যায় ভুগছিলেন। সর্দি কাশির সমস্যা না কমায় তাকে চিকিৎসক করোনার উপদেশ দেন ক্লাবের সদস্যরা । এরপর ওই ব্যক্তিকে দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে পরীক্ষার জন্যে নিয়ে যাওয়া হয়।
আজ তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আশায় ওই ব্যক্তির বাড়ি পাশেই গোপালনগর ক্রিকেট ক্লাব নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার সংস্পর্শে আসা ক্লাবের ৮ জন সদস্য হোম কোয়ারানটাইনে রয়েছেন এবং বাকিদের চিহ্নিতকরনের প্রক্রিয়া চলছে।