ASANSOL-BURNPURBengali News

আসানসোলে ৪০ নম্বর ওয়ার্ডে বুথকর্মীদের সাথে মন্ত্রী মলয় ঘটক করলেন বৈঠক

বেঙ্গল মিরর আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত:
করোনা আবহের মধ্যেই আগামী ২০২১ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটের হাতছানি দিতে শুরু করেছে।
এবং এই কারণে সমস্ত রাজনৈতিক দল তাদের বুথ স্তরের প্রস্তুতি নিতে শুরু করেছে।
শুক্রবার তৃণমূল কংগ্রেস আসানসোল এর ৪০ নম্বর ওয়ার্ডের বুথকর্মীদের নিয়ে প্যাটেল ভবনে একটি বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে রাজ্যের শ্রম এবং আইন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল কর্পোরেশনের মেয়র পারিষদ অভিজিৎ, ঘটক, কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জী, যুবনেতা ভানু বোস উপস্থিত ছিলেন ওই বৈঠকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতির রূপরেখা সংক্রান্ত আলোচনা করা হয়।

বৈঠক চলাকালীন মন্ত্রি মলয় ঘটক বলেন,” আগামী দিনে বুথ স্তরকে আরও মজবুত করে লড়তে হবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। রাজ্য সরকার সমস্ত বর্গের মানুষের জন্য ৪৪ টি প্রকল্প তৈরি করেছেন যেগুলি মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে।আর এই প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বুথ কর্মীদের আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনের জন্য আরও মজবুতভাবে বুথ স্তরের সংগঠনকে তৈরি করতে হবে।”

Leave a Reply