ASANSOLASANSOL-BURNPURBengali NewsCOVID 19RANIGANJ-JAMURIAव्यापार जगत

রানিগঞ্জের প্রতিষ্ঠিত ব্যাবসায়ী কোরোনাই আক্রান্ত

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, রানিগঞ্জ: রানীগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা FOSBECI নেতা ও তার পুত্র করোনা পজেটিভ। কলকাতায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। এই এলাকায় ইতিমধ্যে লকডাউন চলছে। মাইকিং করছে পুলিশ। পুরনিগমের পক্ষ থেকে ট্যাবলো বের করেছে।

Leave a Reply