করোনা আতঙ্ক: বন্ধ হল পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমা শাসকের কার্যালয়
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মহকুমা শাসক অফিস করোনা আতঙ্কের জেরে আগামী ২৩ জুলাই পর্যন্ত অফিস বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে দুর্গাপুরের মহাকুমা শাসকের অফিসেও এক আধিকারিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং পরে তিনি সুস্থ হয়ে ওঠেন।
এদিন মহকুমা শাসকের দপ্তরে যায় ঢোকার গেটে একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয় কোভিড -১৯ কারনে আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত অফিস বন্ধ থাকবে ।
সূত্রের খবর, মহকুমা শাসকের পরিবহন দপ্তরের এক আধিকারিকের করোনা সন্দেহের কারণেই অফিস বন্ধ রাখা হয়েছে। তবে ওই আধিকারিকের এখনও পর্যন্ত রির্পোট আসেনি।
সুতরাং এই চলতি সপ্তাহে একমাত্র ২৪ তারিখ মহকুমা শাসকের দপ্তর খোলা থাকবে। কারণ ২৫ এবং ২৬ জুলাই ছুটি রয়েছে। এদিকে ২২ শে জুলাই বুধবার আসানসোলের বাজার সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকবে। সঙ্গে ২৩ এবং ২৫ শে জুলাই লক ডাউন জারি থাকবে।
প্রশাসনিক সূত্র মারফত খবর , মহকুমা শাসকের পুরো অফিস স্যানিটাইজ করা হবে।
এবিষয়ে আসানসোলের মহকুমাশাসককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অফিস বন্ধ করা হয়নি, অফিসের কাজকর্ম আংশিক নিয়ন্ত্রন করা হয়েছে।