Bengali NewsWest Bengal

তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে ব্যাপক রদবদল পড়ুন খবর

বেঙ্গল মিরর, কোলকাতা, ২৩,জুলাই ঃ- বেঙ্গল মিরর এ আমরা বলেছিলাম তৃণমূল কংগ্রেস রাজ্যে ফের রদ-বদল করছে। ফের বদল করছে পশ্চিম বর্ধমান জেলাতেও। তাতেই সিলমোহর পরল ঘোষণা হওয়ার পর।
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বৈঠক শেষ হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার যুব সভাপতি ববিতা দাসকে সরিয়ে রুপেশ যাদব কে করা হলো । ববিতা দাসকে রাজ্য কমিটিতে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে সভাপতি জিতেন্দ্র তেওয়ারি র পাশাপাশি নতুন পদ তৈরি করে
মলয় ঘটক কে করা হল দলের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান। কো-অর্ডিনেটর করা হলো বিশ্বনাথ পারিয়াল ও হরে রাম সিং কে। ভি শিবদাশন @দাসুকে প্রদেশে মহাসচিব করা হলো। অন্যদিকে পুরুলিয়া জেলার সভাপতি পদ থেকেও শান্তিরাম মাহাতো কে সরিয়ে গুরুপদ টুডু কে করা হল সভাপতি। বাঁকুড়া জেলার সভাপতি হলেন শ্যামল সাঁতরা।
পর্যবেক্ষক বলে কোন আর পথ থাকলো না রাজ্যে। তৈরি হল 21 জনের রাজ্য কমিটি।

Leave a Reply