লকডাউন সময় সীমা বাড়ানো হলো রানিগঞ্জে
বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি রানিগঞ্জ, ২৬ জুলাই ঃ- রানীগঞ্জে 29 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হলো লকডাউন।
আসানসোল পুরোনিগমের 88 এবং 89 নম্বর ওয়ার্ডে লকডাউন বাড়ানো হলো। রানীগঞ্জ এলাকায় অবস্থিত এই দুই জায়গা সহ পশ্চিম বর্ধমান জেলায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাই জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত। জেলা প্রশাসন বারবার সাধারণ মানুষকে অযথা বাইরে বের হতে বারণ করছেন। যদি কেউ বের হয় যেন মাস্ক পড়েই বের হন।