বার্নপুর সেল ইসকো হাসপাতালের ডিরেক্টর সহ ১১ জনের হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
আজ সকালে বার্নপুরের ইসকো হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট (প্যাথলজি) ডঃ মণীশ কুমার একটি বিজ্ঞপ্তি জারি ১১ জনের একটি তালিকা প্রকাশ করে বলেন উল্লেখিত তালিকাভুক্ত মানুষদের অবিলম্বে আগামী ০৫/০৮/২০২০ পর্যন্ত হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। কারণ হিসেবে বলা হয় ওই সমস্ত উচ্চপদস্থ হাসপাতাল আধিকারিকরা গত ২২/০৭/২০২০ বোর্ড মিটিংয়ে এক কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।
উল্লেখযোগ্যভাবে ওই নির্দেশিত ১১ জনের তালিকায় ডাইরেক্টর আই/সি (এম & এইচ এস) ড: রিন্টু গুহনিয়োগী, জয়েন্ট ডাইরেক্টর ( এম & এইচ এস ) ড: সুশান্ত সিনহা, জয়েন্ট ডাইরেক্টর ( এম & এইচ এস ) ড: নাসিম আজম, জয়েন্ট ডাইরেক্টর ( এম & এইচ এস ) ড: ইউ .সি সাহু, এছাড়া ড: পূর্ণিমা সিনহা, ড: মনিশ কুমার ঝা, শ্রী শিব শংকর প্রসাদ, শ্রী সুরজিৎ মুখার্জি, কুমারী নিলু প্রিয়া মারান্ডি, দেবাশীষ গুপ্ত, শ্রীমতি রাজ কৌর রয়েছেন।
ওই বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে যদি ওই তালিকাভুক্ত মানুষদের কেউ জ্বর, সর্দি কাশি বা শ্বাসকষ্টজনিত সমস্যা উপলব্ধি করেন তাহলে তারা যেন অবিলম্বে অফিসের সিইও সেক্রেটারিয়াট, ই ডি ওয়ার্কস,
ডাইরেক্টর আই/সি (এম & এইচ এস), জয়েন্ট ডাইরেক্টর ( এম & এইচ এস ) প্রভৃতি দপ্তরে যোগাযোগ করেন।



স্বভাবতই ইসকো হাসপাতালের এই উচ্চপদস্থ আধিকারিকদের কোয়ারান্টিনে যাবার নির্দেশিকা প্রকাশ্যে আসার পরই হাসপাতালের কর্মী, স্বাস্থ্য কর্মী এবং রোগীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

এদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ২৭ তারিখে প্রকাশিত হেলথ বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭০৬ হয়েছে এবং মোট সক্রিয় সংক্রমিত রোগীর সংখ্যা ৩৪৭ হয়েছে। হেলথ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে ৬১ জন আক্রান্ত হয়েছে জেলায়। এরই সঙ্গে মোট ৩৫১ জন সুস্থ হয়ে উঠেছেন।