ASANSOLBengali NewsCOVID 19

হারবে কোরোনা, জিতবো আমরা : ২৪ ঘন্টায় সুস্থ ৭৭ জন এবং পজিটিভ ২৩

আসানসোল ,বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পশ্চিম বর্ধমানের ক্রমবর্ধমান করোনা সংক্রমণ এর মাঝে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে মঙ্গলবার স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল।
গত ২৪ ঘন্টায় রেকর্ড ৭৭ জন করোনা সংক্রমিত রোগী একই দিনে সুস্থ হয়ে উঠেছেন।


বস্তুত উল্লেখ্য, গত ১৮ তারিখে আসানসোলের ৪৮ নং ওয়ার্ডের সুমথপল্লীর বাসিন্দা পজিটিভ পাবার পর তাকে সনোকা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আনন্দের খবর হলো তিনি করোনা কে জয় করে গত ২৮ তারিখে ডিসচার্জ হন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।যদিও তাকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী সাত দিন বাড়িতে থাকতে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার জন্য।

এদিকে কিছুদিন আগেই আসানসোলের মহকুমা শাসকের কার্যালয় তড়িঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল ওই অফিসে মধ্যেই পরিবহন দপ্তর আধিকারিক উত্তম ভট্টাচার্যের বাহ্যিক জ্বর ইত্যাদি করোনা উপসর্গের কারণে।তিনি হোম কোয়ারান্টিনে ছিলেন তারপর থেকেই। গত ২৬ তারিখ ওই পরিবহন আধিকারিকের করোনা রিপোর্ট “নেগেটিভ” আসার ফলে অফিসে উপস্থিত সমস্ত সহকর্মী এবং অফিসাররা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

যদিও গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩ জন। আর এরপরই জেলার মোট সক্রিয় সংক্রমিত রোগীর সংখ্যা হয়ে দাড়িয়েছে ২৯৩।
এদিকে এখনো পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪২৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *