ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIAव्यापार जगत

রানীগঞ্জে কারখানা বন্ধের নোটিস, বিক্ষোভ

বেঙ্গল মিরর, রানীগঞ্জ, চরণ মুখার্জি ২৯,জুলাই ঃ
মঙ্গলপুর শিল্পতালুকে. আয়রন ফ্যাক্টরির শ্রমিকেরা তাদের বকেয়া টাকার দাবিতে মঙ্গলবার বিক্ষোভের পর বুধবার সকালেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়র্কের নোটিশ ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। বুধবার সকালেই এই নোটিশ লক্ষ্য করে শ্রমিকেরা কারখানার গেটে বিক্ষোভে শামিল হয়। শ্রমিকদের দাবি অবিলম্বে কারখানা চালু করার ও বকেয়া বেতন প্রদান করার। যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply