ASANSOLBengali NewsKULTI-BARAKAR

অবশেষে ঘন্টা তিনেকের প্রচেষ্টায় পশ্চিম বর্ধমানের কুলটিতে হাইটেনশন টাওয়ার থেকে নামানো হলো মানসিক ভারসাম্যহীন যুবককে

দেখুন ভিডিও

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল : বুধবার ২৯ শে জুলাই এই মাসের অন্তিম লকডাউনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর কমিশনারেট এর অন্তর্গত কুলটি থানার কুলতোড়া গ্রামের পাশেই জাতীয় সড়কের ধারে।

বুধবার বিকাল চারটা নাগাদ কুলটির কুলতোড়ায় হাইটেনশন টাওয়ারে চেপে পড়ে মানসিক ভারসাম্যহীন যুবক। কিছুক্ষনের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে সমগ্র কুলটি এলাকায়। ঘটনা চাক্ষুষ করতে দলে দলে ভিড় জমায় লকডাউনের বিধি ভেঙে।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকরা। এর পর পুলিশের তরফ থেকে ঘন্টা তিনেক ধরে অনেক ভাবে চেষ্টা চালানো হয়।

পুলিশ জানায় হাইটেনশন টাওয়ারে এক লক্ষ দশ হাজার পাওয়ারের তার ফারাক্কা যাচ্ছে ডিভিসি থেকে। এটিও জানানো হয় যদি লাইন অফ করতে হয় তবে দিল্লি থেকে অনুমতি নিতে হবে যা কিনা ওই অল্প সময়ের মধ্যে করা কার্যত অসম্ভব ছিল।
কিন্তু সবাইকে স্বস্তি দিয়ে সন্ধ্যা সাতটা নাগাদ মানসিক ভারসাম্যহীন যুবক নিজেই টাওয়ার থেকে নেমে আসে পুলিশ প্রশাসন ভীড় সরিয়ে দেবার পর।
এর পরেই পুলিশ এই মানসিক ভারসাম্যহীন যুবকটিকে এম্বুল্যান্সে চাপিয়ে কুলটি থানায় নিয়ে যায় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশ।

Leave a Reply