আসানসোল জেলা হাসপাতালে লালারসের পরীক্ষায় পজিটিভ ১৪ / জেলায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৮
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩০ জুলাইঃ আসানসোল জেলা হাসপাতালে লালারস বা সোয়াব পরীক্ষায় একদিনে ১৪ জনের করোনা পজিটিভ এসেছে বলে বৃহস্পতিবার রাতে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। তার মধ্যে আইসোলেশান ওয়ার্ডে ভর্তি থাকা একজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বাকি ১৩ জনের লালারস পরীক্ষার জন্য নেও নেওয়া হয়েছিলো। এখনো পর্যন্ত আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে করোনা সন্দেহে ১৮ জন ভর্তি আছে।




অন্যদিকে, গত ২৪ ঘন্টায় পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে ২৮ জন করোনায় আক্রান্ত হয়ছেন বলে বৃহস্পতিবার রাতে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। জেলায় এখন করোনা আক্রান্তর সংখ্যা ৭৮৬। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। জেলায় এখনো পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৪৯৫ জন। জেলায় এখন এ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮২ জন।