ASANSOL

হাই মাস্ট লাইট উদ্বোধন করলেন তাপস ব্যানার্জি

বেঙ্গল মিরর, রানীগঞ্জ ,বাপ্পা ব্যানার্জি 30 শে জুলাই:- হাই মাস্ট লাইট এর উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস ব্যানার্জি । বৃহস্পতিবার সন্ধ্যায় রানীগঞ্জের রানিসায়ের মোড়ে এই লাইট লাগানো হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাঞ্চন তেওয়ারি, ডিসি ট্রাফিক পুষ্পা কুমারি সহ অন্যান্য ব্যক্তিত্ব।

Leave a Reply