ASANSOLASANSOL-BURNPURBengali NewsWest Bengal

অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর রাখি বন্ধন উত্সব

বেঙ্গল মিরর, আসানসোল: আজকের দিনটি বিশ্ব ভাতৃত্ব্য দিবস..রাখি বন্ধন উত্সব.এই রাখি হোক সম্প্রীতির, এই রাখি হোক ঐক্য তার. এই রাখি বাধুক মোদের মনুষ্যত্বতার বন্ধনে. আজ অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে আসানসোল এর রবীন্দ্র ভবনের সামনে প্রতি বছরের মতো খুব ধুম ধাম করে সামাজিক নিয়ম পালন করে দিনটি উদযাপন করলো. সমস্ত বোনেরা ভাই দের হাতে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করলো. সাথে মাস্ক ও বিতরণ করলো. সারা ভারত বর্ষ জুড়ে সংঘটনের কর্মীরা আনন্দের সাথে দিনটি পালন করলো.এক অজানা শুত্রু আজ গ্রাস করেছে পৃথিবী কে. ভাই বোনের অটুট প্রেম আর বিশ্বাস কে জাগ্রত করতে এই রাখি বন্ধন উত্সব. উপস্থিত ছিলেন বুম্বা মুুখার্জি, সম্রাট সিনহা, জানু মুখার্জি, মহুয়া মুুখার্জি ও অন্যান্যরা।

Leave a Reply