ASANSOLASANSOL-BURNPURBengali NewsCOVID 19West Bengal

কল্যাণপুরে বৃদ্ধ, ঊষাগ্রামে ইসিএল এর কর্মীপজিটিভ, জেলায় রোগীর সংখ্যা ১০৬২

বেঙ্গল মিরর, আসানসোল, ৪ ই আগস্ট,২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিমবঙ্গের সার্বিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান রয়েছে। প্রতিদিন আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই ধারা অব্যাহত সোমবারও।এদিকে পশ্চিম বর্ধমানে অ্যান্টিজেন টেস্ট বা ব়্যাপিড টেস্টের ফলে এক লাফে রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। অনেক অ্যাসিম্পটম্যাটিক বা উপসর্গবিহীন মানুষের রিপোর্ট পজিটিভ পাওয়া যাচ্ছে।এদিকে কল্যাণপুরের এএস ওয়ান ব্লকের ৭৮ বছর বয়স্ক এক বৃদ্ধের করোনা আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। গত গত দুইদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।আরেকটি সূত্র অনুযায়ী খবর ঊষাগ্রামের ইন্দিরা কলোনিতে কেন্দ্র সরকারের সংস্থা কোল ইন্ডিয়ার অধীন ইসিএল এর এক কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ হবার খবর পাওয়া গেছে। সুতরাং যেভাবে সংক্রমিত রোগীর সংখ্যা ক্রমবর্ধমান ভাবে বৃদ্ধি পাচ্ছে তা বড়সড় চ্যালেঞ্জ জেলা প্রশাসনের।
এদিকে কোরোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেল পশ্চিম বর্ধমানে।সোমবার রাতে অর্থাৎ ৩ র আগস্ট প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য বুলেটিনে দেখা গেছে ২ রা আগস্ট পর্যন্ত আপডেট করা রিপোর্ট অনুযায়ী পশ্চিম বর্ধমানে মোট কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০৬২ জন । বর্তমানে মোট ৪০৮ জন সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় সক্রিয় সংক্রমিত হয়েছেন ২২ জন।
জেলায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ১১ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জন আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪৩ জন। বিশেষজ্ঞদের পরামর্শ মতো টেস্টের সংখ্যা ক্রমশ বাড়ছে লেটেস্ট রিপোর্ট পজিটিভ পাওয়ার সংখ্যাও বেড়ে গেছে। অগস্ট মাসের প্রথম দিন ৫৭টি ল্যাবে মোট ২২ হাজার ১২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ৯ লক্ষ ৫৬ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হল। প্রতি ১০ লক্ষ জনসংখ্যা অনুপাতে সংখ্যাটা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩০ জন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পজিটিভের ঘটনা। সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৭.৯৭ শতাংশ।পশ্চিমবঙ্গে ইতোমধ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে সরকারের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।রাজ্য স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুসারে, সোমবার সকাল ৯টা পর্যন্ত
গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে মোট ২ হাজার ৭১৬ জন ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ হাজার ২৩২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৪ হাজার ৮১৮ জন। গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা ২ হাজার ৮৮ জন।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে ২১ হাজার ৬৮৩ জনের। সুস্থতার হার দাঁড়িয়েছে ৭০.০৭ শতাংশ। এদিকে, আরও ৫৩ জন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে রাজ্যে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *