ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsCOVID 19West Bengal

সালানপুর ব্লক করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে ,ব্লক প্রশাসনের সিদ্ধান্ত প্রতিটি পঞ্চায়েত করা হবে লালারসের টেস্ট

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, সালানপুর : সালানপুর ব্লকে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত,করোনা রোধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে সালানপুর ব্লক প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ও সালানপুর পঞ্চায়েত সমিতির।যার জন্য ব্লকের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট স্থানে লালারস সংগ্রহ করে তা পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে। রূপনারায়ণপুর নান্দনিক হলে সবজি বাজার ও পাশাপাশি এলাকার ব্যবসায়ীদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়।
সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং জানান নান্দনিক হলে আরও মানুষের লালা রস সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে।
এর মাধ্যমে দ্রুত ব্লক বাসীদের লালারসের পরীক্ষা করে করোনা আক্রান্তদের চিকিৎসার আওতায় আনা প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।তাছাড়া সালানপুর ব্লকের পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গিয়ে গিয়ে মানুষের লালারসের নমুনা সংগ্রহ করা হবে। তবে এবিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে রূপনারায়ণপুর পঞ্চায়েত এলাকায়।
এই পঞ্চায়েত এলাকায় তিনটি দিন এ জন্য নির্ধারিত করা হয়েছে। তাছাড়া যেসব এলাকায় কোন কোন দিন লাল রস সংগ্ৰহ করা হবে তা দেখে নেওয়া যাক:-
১)১০ই আগস্ট রূপনারায়ণপুর পঞ্চায়েত সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্রে।
২)১১ই আগস্ট জিৎপুর উত্তর
রামপুর পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে।
৩)১২ই আগস্ট সালানপুর পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে।
৪)১৩ই আগস্ট আল্লাডি পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে।
৫)১৪ই আগস্ট দেন্দুয়া পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে।
সংশ্লিষ্ট এলাকার মানুষের লালা রস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ জন্য প্রতিটি কেন্দ্রে অন্তত ৫০ জন ব্যাক্তির নাম একদিন আগেই সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে গিয়ে লিপিবদ্ধ করাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *