KULTI-BARAKARWest Bengal

নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, উত্তেজনা।

বেঙ্গল মিরর ,কুলটি ,সৌমিত্র গাঙ্গুলী ৮ আগস্ট: – তিন দিন ধরে নিখোঁজ থাকার পর শেষ পর্যন্ত উলঙ্গ অবস্থায় মৃতদেহ উদ্ধার করল কুলটি থানার পুলিশ। এদিন কুলটি থানার লাল বাজার এলাকায় 1 বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।। মৃতের নাম গউডী দেবী , বয়স 57।
পরীবারের ও এলাকার মানুষের অভিযোগ এই মহিলা ছ তারিখের ছাগল চরাতে গেছিল প্রত্যেক দিনের মতো। সেদিন আর ফিরে আসেনি। এদিন যেভাবে তার মৃতদেহ পুলিশ উদ্ধার করল তা দেখে স্পষ্ট ধারণা হচ্ছে যে তাকে খুন করা হয়েছে। এতেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে গেছে। তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব দোষী ব্যক্তিদের গ্রেফতার করতে হয়।তবে পরীবার সুত্রে অভীযোগ যে প্রতীদীন ছাগল চরানোর মতো এই দীনও ছ তারীখে ছাগল চরাতে যান গৌডী দেবী তারপর আর খোজ পাওয়া যায়নী!অনুমান ছাগল নীয়ে বচসার জেরে খুন বলে অভিযোগ কারন সেদীন থেকে দুটী ছাগলো পাওয়া যায়নী !তবে এলাকার স্থানীয় ত্রীনমুল নেতা শুভাশীষ মুখ্রাজী যানানা লালবাজার হাজলা পীঠ আস্তে আস্তে ক্রাইম জোনে ধীরে ধীরে পরীনত হচ্ছে তাই প্রশাসন যেন সঠীকভাবে গুরত্ব সহকারে তদন্ত করে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *