দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বারাবনিতে পথ অবরোধ
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লকের দোমহানি হাটতলাতে সিপিআইএম ও ডিওয়াইএফআই পক্ষ থেকে দোমহানি বাজার হাট তলার কাছে বিক্ষোভ দেখাল।লকডাউন এ যে হারে সব্জিও জিনিসপত্রের দাম হাউ হাউ করে বেড়ে যাচ্ছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরেকবার হলেন সিপিআইএম নেতা কল্যাণ সিং উপস্থিত ছিলেন শ্যামল মাঝি শীতল রায় কৌশিক দে আধঘন্টা মত বিক্ষোভ ওপরে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করা হয়।