মাস্ক ও স্যানিটাইজার বিতরন করল ডিওয়াইএফআই
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্তআসানসোল,: ডিওয়াইএফআই আসানসোল এক নম্বর লোকাল কমিটির উদ্যোগে আজ শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসে করোনা সচেতনতা সম্বন্ধীয় প্রচার করা হয়। এরই সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করা হয়। আসানসোল সিটি বাস স্ট্যান্ডের পাশে লেনিন মূর্তির নিচে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন লোকাল কমিটির সম্পাদক কমরেড ভিক্টর আচার্য সভাপতি অতনু মুখার্জি। উপস্থিত ছিলেন আরো অন্যান্য নেতৃত্ব। তাই ৫০০ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় এরকম অনুষ্ঠান আগামীদিনে আরো করার পরিকল্পনা রয়েছে।