ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANWest Bengal

রূপনারায়ানপুর ও কল্যানেশ্বরী বর্ডারে পুলিশের কড়া নিরাপত্তা

সীমান্তবর্ত্তী এলাকায় নাকা চেকিং
সীমান্তবর্ত্তী এলাকায় নাকা চেকিং

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি,সালানপুর :-রাত পোয়ালে ৭৪ তম স্বাধীনতা দিবস ঠিক তার আগের দিন সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ানপুর ও কল্যানেশ্বরী
বর্ডারে কড়া নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়। কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাসকে
সীমান্তবর্ত্তী এলাকায় নাকা চেকিং করতে দেখা গেল।চারচাকা গাড়ির ডিকি চেকিং করা হয় তাছাড়া মোটর সাইকেলের ডিকি চেকিং করে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
ডুবুরডিহি চেকপোস্ট,রুনাকুড়া ঘাটের চেকপোস্ট সহ বিভিন্ন চেকপোস্টে পুলিশ প্রশাসন থেকে কড়া পাহারার ব্যাবস্থা করা হয়েছে বিনা চেকিং ছাড়া কোন গাড়ীকে রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *