ASANSOLBengali NewsCOVID 19West Bengal

রেলকর্মী অঞ্জুম মারা গেল করোনাতে, শোকের ছায়া এলাকায়

অাসানসোল স্টেশন

বেঙ্গল মিরর ,আসানসোল ,14 ই আগস্ট :- করোনাই আক্রান্ত হয়ে মারা গেল এক রেলকর্মী । মৃতের বাড়ি রেলপার মহুয়া ডাঙ্গালে । কদিন ধরেই তার জ্বর ছিল । কাল বৃহস্পতিবার সকাল বেলায় আসানসোল রেল হাসপাতলে সে ভর্তি হয়। রাতের বেলায় সে মারা যায়। তার করোনার রিপোর্ট পজেটিভ এসেছে ।
আসানসোল রেল ডিভিশনের কারেজ এন্ড ওয়াগেন বিভাগে তিনি কর্মরত ছিলেন । এই কর্মী এলাকায় সমাজ সেবক হিসেবে পরিচিত ছিল । তিনি পূর্ব রেলওয়ে মেন্স কংগ্রেসের সদস্য ছিলেন। গরিব মানুষের পাশে দাঁড়ানো তার একমাত্র উদ্দেশ্য ছিল । আজকে তাকে হারিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

2 thoughts on “রেলকর্মী অঞ্জুম মারা গেল করোনাতে, শোকের ছায়া এলাকায়

  • Sonia Banerjee

    Amar ki jini maara gechen tar boyesh ta jante pari?

    Reply

Leave a Reply