ASANSOLASANSOL-BURNPURBengali NewsDURGAPURKULTI-BARAKARWest Bengal

বেসরকারি ইংরেজি মাধ্যম ইস্কুলের অভিভাবকরা নামলো পথে, হস্তক্ষেপ চাইল মেয়রের

বেঙ্গল মিরর, আসানসোল, 14 ই আগস্ট ঃ- বেসরকারি স্কুলের অভিভাবকরা আসানসোলে মিছিল করে মহানাগরিককে ডেপুটেশন দিল। করোনা আবহে সবারই আর্থিক অবনতি হয়েছে। এই কথা মাথায় রেখে স্কুল গুলি যদি ফি না কমায় তাহলে তাদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে। তাই কম্পিউটার ল্যাব সহ কয়েকটি ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ যদি ফিশ কমিয়ে দেয় তাহলে অভিভাবকদের কিছুটা হলেও স্বস্তি মিলবে ।সেজন্য শিল্পাঞ্চলের ৮টি ইস্কুলের অভিবাবকরা আসানসোল সিটি বাস স্ট্যান্ড মিছিল করে আসানসোল পৌর নিগম অবধি যায়। সেখানে মেয়র জিতেন্দ্র কুমার তিওয়ারি কে তাদের এই দাবির কথা লিখে জমা দেয় । তারা মেয়রকে ফিশ বৃদ্ধির কথা গম্ভীরভাবে বিবেচনা করে ফিশ কমানোর ব্যবস্থা করার অনুরোধ জানান। তবে মেয়র বলেন কোর্টের নির্দেশ পালন করতে। আর আন্দোলনে তাকে পাশে পাবে সবসময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *