ASANSOL

আসানসোলে লোকো পাইলটের জীবন কেড়ে নিল করোনা ।

বেঙ্গল মিরর ,আসানসোল, 15 ই আগস্ট:-
এবার এক রেল চালক এর মৃত্যু হলো আসানসোল রেল হাসপাতালের । কয়েকদিন ধরে তার শরীর অসুস্থ থাকায় সে রেল হাসপাতলে ভর্তি হয়েছিল। আজ গভীর রাতে তার মৃত্যু হয় । তার করোনা টেস্ট হয়েছে রিপোর্ট পজিটিভ। তার হাই ব্লাড পেসার ও সুগার ছিল বলে রেল হাসপাতাল সূত্রে জানা গেছে । এই রেল লোকো পাইলট ধাদকা রোডে ভাড়া বাড়িতে থাকতেন ।এই খবর চাউর হতেই রেল কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।রেল কর্মীদের মনে শোকের ছায়া নেমে এসেছে । পাশাপাশি এই 15 ই আগস্ট এর অনুষ্ঠান রাখা হয়েছিল চালকদের লবি হাউস তা বাতিল করতে বাধ্য হলো উদ্যোক্তারা। কেবলমাত্র ঝান্ডা উত্তোলন করেই তারা তাদের প্রোগ্রাম সমাপ্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *