LatestNationalNews

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মাতৃ শোক

file photo smt. Sumitra Baral

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও আসানসোলের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ের (Babul supriyo’s mother passed away) মা সুমিত্রা বড়াল দিল্লি এনসিআরের একটি বেসরকারী হাসপাতালে মারা গেলেন। তাঁর মৃত্যুতে বাবুল সমর্থকদের ও পরিবারের মধ্যে শোকের আবহ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শিল্পাঞ্চলেও বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।

বাবুল সুপ্রিয় সূত্র জানিয়েছে যে করোনা সংক্রামিত হয়েছিল মাত্র কয়েক সপ্তাহ আগে তার মা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনার রিপোর্ট তার চিকিৎসার পরে নেগেটিভ এসেছিল। তবে তার স্বাস্থ্যের তেমন উন্নতি হয়নি। বুধবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছেড়ে গেলেন তার পুরো পরিবার। তার মৃত্যুতে বড়াল পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। আসানসোলের ২০১৪ এবং ২০১৯ নির্বাচনের সময় তার মা বাবুল সুপ্রিয়র সঙ্গে ছিলেন। আসানসোলের তার শুভাকাঙ্খীরা অরিজিৎ রায়, সুধা দেবী প্রমুখরা তাদের নিকটজনদের মধ্যে গভীর শোক প্রকাশ করেন। বেঙ্গল মিরর পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা এবং এই দুঃখ সহ্য করার জন্য বড়াল পরিবারকে ক্ষমতা দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করছে।

One thought on “কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মাতৃ শোক

  • MEREY AUR MEREY PARIVAAR KE TARAF SE UNKI ATMA KO HAMESHA SHANTI KI KAMANA KERTAY HAI.OM SHANTI.

    Reply

Leave a Reply