ASANSOL

অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালন

বেঙ্গল মিরর, আসানসোলঃ অল ইন্ডিয়া হিউম্যান রাইটস আয়োজন করলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সংস্থার চেয়ারম্যান বুম্বা মুখার্জী বললেন, আমাদের ৭৪ তম স্বাধীনতা দিবসে একটাই কামনা যে, প্রতিটি গরীব মানুষ যেন ভালো ভাবে বেঁচে থাকার আনন্দ ফিরে পায়। তবেই হবে আমাদের দেশের আসল স্বাধীনতা। গরীব মানুষ যেন দুবেলাই ঠিক মতো পেট ভরে খেতে পায়, তারাও যেন শিক্ষার সুবিধা পায়। বিশ্বজুড়ে ভাইরাসের দাপট। তারই মধ্যে ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালন করলাম আমরা। আয়োজনে নরনারায়ণ সেবা ও মাস্ক ডিস্ট্রিবিউশন ক্যাম্প। ভেদাভেদ ভুলে আজকের দিনে এক নতুন ভারত গড়ে তোলার শপথ নিই আমরা। ভালোবাসাই হবে মানুষের একমাত্র ধর্ম। আজ গানে গানে সেই সব স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি, যাঁরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের স্বাধীনতার স্বার্থে লড়াই চালিয়ে গিয়েছিলেন। আজকের দিনটা তাই আমাদের কাছে খুব গর্বের। আজকের দিনে একে অপরকে প্রতিজ্ঞা করি যে আগামী সময়ে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরাও সমান ভাবে উদ্যোগী হবো। ঐক্যবদ্ধ হয়ে দেশের পতাকার মান রক্ষার শপথ নেব আমরা।

Leave a Reply