ASANSOLBengali NewsCOVID 19DURGAPURPANDESWAR-ANDALWest Bengal

করোনা মহামারীর সঙ্গে কোলিয়ারি মজদুরের লড়াই কে নিয়ে সিনেমা

Ecl cmd releasing cinema

বেঙ্গল মিরর, কল্যাণ মন্ডল, পাণ্ডবেশ্বর: করোনা মহামারীর যে ভাবে সারা বিশ্বকে গ্রাস করেছে। বাদ যায়নি ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গ। দুর্বিসহ সময়ে কয়লা শ্রমিকরা যেভাবে নিজের জীবন বাজি রেখে দেশের স্বার্থে কাজ চালিয়ে যাচ্ছেন তাদের গুরুত্ব অপরিসীম। যে ভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে বাদ যাইনি কোল মজদুর থেকে তাদের পরিবার। কিন্তু তারা প্রতেক দিন কোল উৎপাদন করে যাচ্ছে ।সেই কোল উৎপাদনে উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ আর এই বিদ্যুৎ এ সাড়া ভারত বর্ষ উজ্জ্বল হচ্ছে। কিন্তু যে খানে চিকিৎসক ,নার্স ,পুলিশ এবং প্রেস দের করোনা যোদ্ধা হিসাবে সম্মানিত হচ্ছে। কিন্তু এই কোলিয়ারি মজদুর যারা কয়লা উৎপন্ন করে সমাজে এবং ভারতবর্ষে বিদ্যুৎ উৎপন্ন করছে যার ফলে হাসপাতাল কারখানা এবং অনেক কিছুই এই বিদ্যুৎ এর মাধ্যমেই কাজ হয়ে থাকে। এই সমাজে এই করোনা মহামারী সময় সম্মানিত করতে দেখা যায়নি এই মজদুর দের, এই সিনেমার মাধ্যমে সমস্ত কোলিয়ারি মজদুর কিভাবে করোনা মহামারীর সঙ্গে লড়ে দেশের হয়ে কাজ করে যেতে হবে এবং সংক্রমণ যাতে না ছড়ায় তার মেসেজও সামান্য মুভির মধ্যে দেওয়া আছে। আমাদের কোলিয়ারি মজদুরদের আরো উৎসাহিত এবং করোনা সংক্রমণ রুখতে সাহায্য করবে।আমদের সমাজে তাই তাদের গুরুত্বকে পাথেয় করে ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার কর্মরত এক শ্রমিক রত্নদ্বীপ ঘোষ তৈরি করেন 1 সিনেমা। যার মধ্যে দেখা গেছে কয়লা শ্রমিকদের অফুরন্ত দেশের প্রতি ভালোবাসা দর্শন। তাই আজ 15 ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইসিএলের কো কার্যালয় স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সাথে সেই সিনেমা রিলিজ করলেন স্বয়ং সিএমডি প্রেম সাগর মিশ্রা এবং দিরেক্টর অফ পার্সোনাল বিনয় রঞ্জন। এবং তারা আশ্বাস দেন ভবিষ্যতে এই ধরনের উৎসাহ ব্যঞ্জক মুভির জন্য সাহায্য করবেন।

Leave a Reply