ASANSOLBengali Newsधर्म-अध्यात्म

বজরংবলী মন্দিরের উদ্বোধন কোরলেন মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোলে আপকার গার্ডেন পৌরনিগম পার্কে আপনার গার্ডেন কালীপুজো কমিটির সহযোগিতায় বজরংবলী মন্দিরের শুভ উদ্বোধন হলো। বজরংবলী মন্দিরের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের শ্রম এবং আইন মন্ত্রী মলয় ঘটক। এটির নির্মাণকাজে প্রধান ভূমিকাও নিয়েছিলেন তিনি। উদ্বোধনে উপস্থিত ছিলেন এম এম আই সি অভিজিৎ ঘটক, ছাড়াও আপকার গার্ডেন কালীপুজো কমিটির সমস্ত সদস্য ও সদস্যরা।

Leave a Reply