ASANSOLASANSOL-BURNPURराजनीति

কমরেডদের দেখানো পথেই লড়াই চলবে : পার্থ

বক্তব্য রাখছেন পার্থ মুখার্জি

বেঙ্গল মিরর, আসানসোল: আজ আসানসোল ১ নং এরিয়া কমিটির উদ্যোগে প্রয়াত শ্রমিক নেতা , পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্যামল চক্রবর্তী,ও আসানসোলের মহিলা আন্দোলনের নেত্রী কমরেড আরতি দাসের স্বরণসভা অনুষ্ঠিত হয়। স্মৃতি চারণ করেন সিপিএম পার্টির আসানসোল এরিয়া ১ এর অন্যতম সদস্য কমরেড অনিদ্য দাস, এরিয়া কমিটির সম্পাদক তথা পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড সত্য চ্যাটার্জী, পার্টির পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মনোজ দাস ও পার্টির পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর অন্যতম নেতৃত্ব কমরেড পার্থ মুখার্জী। সভায় সভাপতিত্ব করেন আসানসোল মহিলা আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড মৈত্রি দাস এছাড়াও উপস্থিত ছিলেন কমরেড আরতি দাসের পরিবারের সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন লড়াই সবে শুরু হয়েছে। কমরেডদের দেখানো পথেই লড়াই চলবে।

Leave a Reply