দোমাহানিতে বিজেপির দলীয় কর্মী সভা
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লকের দোমাহানি বাজার এলাকায় আজ একটি বেসরকারী প্রেক্ষাগৃহে বিজেপি দলীয় কর্মী সভা আয়োজন করা হয়। এই কর্মীসভায় ২০২১ শের বিধানসভা কে লক্ষ্য করে ভারতীয় জনতা পার্টি নিজো কর্মীদের সক্রিয় ও জনসংযোগ কিভাবে বাড়ানো যায় তারি আলোচনা হয়ে গেল এই কর্মীসভায়। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের নেতা সৌরভ সিকদার, জেলার সম্পাদক দিলীপ দে, শিবরাম বর্মন, মদন চৌবে বারাবনি বিধানসভার কনভেনার কৃষ্ণপদ নাথ গোস্বামী সুজিত মন্ডল ও দুই মন্ডল সভাপতি সাধন রাউত ও রবিন সূত্রধর সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।