প্রবাসী বাঙালিদের অনুদানে দিশা জনকল্যাণ কেন্দ্রের পড়ুয়াদের জন্য দ্বিতীয় পর্যায়ে মধ্যাহ্নভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন
বেঙ্গল মিরর, সীতারামপুর: আমেরিকার প্রবাসী বাঙালিদের অনুদানে সীতারামপুরের লছিপুরে দিশা জনকল্যাণ কেন্দ্রের পড়ুয়াদের জন্য দ্বিতীয় পর্যায়ে নিয়মিত মধ্যাহ্নভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সারা পশ্চিমবঙ্গের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ববিতা দাশ মহাশয়া ৷
দিশায় মাসাধিককাল ধরে চলে আসা অন্নপাত্রের মূল উদ্যোক্তা ইষ্টার্ন রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র এইদিন জানালেন, আমেরিকার ভার্জিনিয়ায় ফেয়ারফাক্স শহরের প্রবাসী বাঙালি প্রদীপ মুখার্জী, সমীর নন্দী এবং তরুণ রায় এই বাবদ ৪৪,৫৫১/- টাকা পাঠিয়েছেন ৷
বিশ্বনাথবাবু ববিতা দাশকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা চাই সমাজের সকল স্তরের মানুষ এই মহান কাজে যুক্ত হোক ৷ লছিপুরের যৌনপল্লী ছাড়াও কাঁকড়শোল, নিয়ামতপুরের বহু অভাবী ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশুনা করে ৷ সবাইকার জন্যেই এই মধ্যাহ্নকালীন আহার প্রতিদিন চালু থাকবে ৷
ববিতা দাস এ প্রসঙ্গে বলেন,বিশ্বনাথবাবুদের এই অভাবনীয় উদ্যোগে সামিল হতে পেরে তিনি অত্যন্ত গর্বিত ৷ তিনি দিশা জনকল্যাণ কেন্দ্রটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নিয়মিত স্যানিটাইজেশন করা হয় সেজন্য কর্পোরেশনের সংশ্লিষ্ট সুপারভাইজারকে নির্দেশ দিয়ে বলেন, যে কোন প্রয়োজনে বিশ্বনাথবাবুদের পাশে থাকবেন ৷
আরও এক প্রবাসী বাঙালি বারাবণির আদি বাসিন্দা পল উপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে ওয়াশিংটন থেকে ফোনে বললেন, আগামী অক্টোবর অবধি পড়ুয়াদের দুপুরের খাবারের জন্য যাবতীয় ব্যয় তাদের গ্রুপ “হেল্প ফর সীতারামপুর” বহন করবে ৷
দিশার অন্যতম কর্মকর্তা রজনী দাস জানালেন আজও প্রায় একশোজন পড়ুয়া এবং বেশ কয়েকজন তাদের মা-রা খাবার খান ৷ মহীশিলার অ আ ক খ ক্লাবের সেক্রেটারী প্রসেনজিৎ দাসের রান্না করা এদিনের খিচুড়ি এবং ডিমের কারি খেয়ে ছেলেমেয়েরাও খুব খুশী ছিল ৷
আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান অফ রাইটসের তৃপ্তি চ্যাটার্জী এবং তৃণমূল নেতা অতনু চক্রবর্তী মহাশয়ও ৷