ASANSOL

সদ্যোজাত শিশুমৃত্যু কে কেন্দ্র করে আসানসোল জেলা হাসপাতালে উত্তেজনা

Photo sourodipto sengupta

আসানসোল , বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত:

সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন সদ্যোজাত শিশুর আত্মীয়-পরিজনের।
ঘটনাটি ঘটেছে আজ দুপুর ১২ টা নাগাদ পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা হাসপাতালে।
সূত্র মারফত জানা যাচ্ছে সদ্যজাত শিশুর জন্ম হয় দিন তিনেক আগে। শিশুটি সিজারিয়ান বেবি।
জন্ম হবার পর প্রাথমিকভাবে শিশুটি সুস্থ ছিল। কিন্তু অভিযোগ শিশুটিকে ভাক্সিন দেওয়ার পরই হঠাৎ করে শিশুর শারীরিক অবস্থার অবনতি হয় এবং হাসপাতাল থেকে আসানসোলের পাশেই ডামড়া অঞ্চলে শিশুর পরিজনের কাছে খবর যায় যে শিশুটির শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
আজ শিশুর পরিজনেরা হাসপাতালে গেলে তাদের জানানো হয় শিশুর মৃত্যু ঘটেছে। মৃত্যুর কারণ হিসেবে জানানো হয় এই শিশুটি জন্মের পরেই হঠাৎ করে তার শরীরে শর্করার পরিমাণ সুগার লেভেল নেমে যায়। শিশুকে বাঁচানোর যথাযথ চেষ্টা করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বাঁচানো যায়নি।
আর এই খবর পাওয়ার পরই চিকিৎসার গাফিলতির অভিযোগে শিশুটির আত্মীয়-পরিজনেরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর তারা হাসপাতাল সুপার, সি.এম.ও এইচ এবং আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন।

Leave a Reply