ASANSOLBengali NewsKULTI-BARAKAR

ধেমোমেন কোলিয়ারিতে শ্রমিক মৃত্যু, চাকরির দাবিতে বিক্ষোভ

বিক্ষোভ / photo prakash das

বেঙ্গল মিরর, প্রকাশ দাস, নিয়ামতপুর:আসানসোলের ইসিএলের ধেমোমেন কোলিয়ারিতে কর্মরত অবস্থায় এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল আরেক কর্মীর বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় ওই কর্মীর। প্রতিবাদে মৃতদেহ রেখে ধেমোমেনের এজেন্ট অফিসে বিখোভ দেখালো কোলিয়ারির অনান্য শ্রমিকরা। তাদের দাবি অবিলম্বে মৃতের পরিবারকে চাকরি দিতে হবে। জানা গিয়েছে, 2 রা আগস্ট ধেমোমেন কোলিয়ারিতে খনির মাইনিং সর্দার রামা শঙ্কর এর সাথে ওভারম্যান লালন কুমার গিরির সাথে বচসা হয়। অভিযোগ এরপর লালন কুমার গিরি রামাশঙ্কর কে মারধর করে। গুরুতর জখম অবস্থায় রামাশঙ্করকে ইসিএলের কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুরের একটি বেরসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই বুধবার রাতে তার মৃত্যু হয়। এদিন তার মৃতদেহ নিয়ে ধেমোমেন এজেন্ট অফিসে বিখোভ দেখায় শ্রমিকরা। তাদের দাবি অবিলম্বে মৃতের পরিবারকে চাকরি দিতে হবে।

Leave a Reply