লছিপূরের নবনির্মিত AC বাস স্টেন্ড ভাংচুর


বেঙ্গল মিরর, প্রকাশ দাস, নিয়ামতপুর:পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপূরের নবনির্মিত AC বাস স্টেন্ড এর । বৃহস্পতিবার সন্ধায় ঘটনার প্রকাশ পায় এলাকাবাসীরা । খবর পেয়ে এলাকার পার্ষদ তথা আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ মীর হাসিম ও নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায় । মেয়র পরিষদ মীর হাসিম লিখিত অভিযোগ নিয়ামতপুর ফাঁড়িতে দেয় এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করে ॥
