বিডিও র নামে ও সরকারী কাজকর্মের বিষয়ে ফেসবুকে কুৎসা, মুচলেখা দিলেন অভিযুক্ত


বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, রানিগঞ্জ: আজ রানীগঞ্জ ব্লকের বি ডি ও র নামে ও সরকারী কাজকর্মের বিষয়ে ফেসবুকে অপ্রাসঙ্গিক অভিযোগ ও কুৎসা ছাড়ানোর অভিযোগে ব্লকের এগারা গ্রাম পঞ্চায়েতের নতুন এগারা নিবাসী বিবেক মন্ডলের বিরুদ্ধে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেন রানীগঞ্জ ব্লকের বি ডি ও শ্রী অভিক কুমার ব্যানার্জী, বি ডি ও এর অভিযোগ এর ভিত্তিতে রানীগঞ্জ থানায় তাকে ডেকে পাঠালে বিবেক বাবু নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেখা জমা দেন। এই প্রসঙ্গে বি ডি ও জানান তিনি সরকারি আধিকারিক হিসেবে সরকারি নিয়ম অনুযায়ী সকল পরিষেবা প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ । এক্ষেত্রে মাননীয়া মুখ্যমন্ত্রীর সদা সর্বদা নজর রয়েছে। এলাকার বিধায়ক , চেয়ারম্যান (এ ডি ডি এ) শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় বলেন যারা সরকারী কাজের কুৎসা করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন তারা আর যেই হোক দলের কেউ হতে পারে না, ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব বিষয়টি দলের উচ্চতর নেতৃবৃন্দ কাছে জানানোর কথা বলেন।
