ASANSOLASANSOL-BURNPUR

আসন্ন বিধানসভা নির্বাচনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : মন্ত্রী মলয় ঘটক

বক্তব্য রাখছেন মলয় ঘটক

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল ,: ২০২১ এর আসন্ন বিধানসভা নির্বাচনকে উপলক্ষ করে দলীয় সংগঠনকে মজবুত করার উদ্দেশ্যে
মঙ্গলবার আসানসোলের কল্যাণপুর হাউসিং এর শুভম ম্যারেজ হলে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান শাখার প্রেসিডেন্ট রাজিব মুখোপাধ্যায় এর নেতৃত্বে আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মলয় ঘটক এবং ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত শিক্ষকদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।ওই বৈঠকে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আসন্ন বিধানসভা নির্বাচনে শিক্ষকদের কি ভূমিকা হবে, সরকারের দৃষ্টিভঙ্গি এবং উন্নয়নমূলক কাজ কিভাবে শিক্ষকরা সমাজের সামনে তুলে ধরবেন সে বিষয়েও আলোচনা করা হয়।
মন্ত্রি মলয় ঘটক বলেন, “শিক্ষকরা সমাজের আয়না তাই সুস্থ ও শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষকরা নিজেদের যোগদান অবশ্যই করবেন।”
এ ব্যাপারে মেয়র পরিষদ অভিজিৎ ঘটক বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে শিক্ষকদের কি ভূমিকা থাকবে সেই নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে।
এরই সঙ্গে অভিজিৎ ঘটক আরো বলেন প্রতিটি ওয়ার্ডে কোভিড টিম গঠন করার সিদ্ধান্ত তারা নিয়েছেন। কেউ কোভিড আক্রান্ত হলে তাকে সর্বতোভাবে সাহায্য করার জন্য ওই টিম কাজ করবে।”

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরেশনের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক ও অনিমেষ দাস, সমাজসেবী ও সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী চন্দ্রশেখর কুন্ডু ,
এছাড়া শিক্ষকদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন সুজাত হোসেন , উধাস চক্রবর্তী, মুকেশ ঝা, শ্রীকান্ত দাস ,আদিত্য কোনার, জয়দেব বিশ্বাস, সায়রা বানো, দেবাশীষ চ্যাটার্জী, দীপিকা রায় প্রমুখ।

Leave a Reply