ASANSOL

ডিবাইএফআই এর পক্ষ থেকে করা হল স্য়েনিটাইজেশন

sanitization by DYFI
sanitization by DYFI

বেঙ্গল মিরর , আসানসোল, পরিতোষ সান্য়াল ঃ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আসানসোল ১ নং লোকাল কমিটির অন্তর্গত ৭ নং শাখার বুধা বাউরিপাড়া,ও ডোমপাড়ায় আজ সচেতনতা প্রচার ও এলাকা স্য়েনিটাইজেশন করা হলো। দিনে দিনে যখন করোনার সংক্রমম বেড়েই চলেছে, তখন যুবরা এই কাজ অকুতোভয় হয়ে করে চলেছে। এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন কমরেড বিনোদ রজক, (সম্পাদক ৭ নং শাখা, সন্তোষ বাউড়ি, বিশু দাস,সুভাষ বাউড়ি,বীরবল দাস,আনন্দ বাউড়ি সহ আরো ১৫/২০ জন শাখা নেতৃত্ব ও কর্মী। এই কর্মসূচি আগামী দিনেও চলবে।

Leave a Reply