ASANSOLBengali NewsKULTI-BARAKARराजनीति

খালিদ খানের স্মরণে মিছিল,সিবিআই তদন্তের দাবি

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, বরাকর: আসানসোল পৌর কর্পোরেশনের বরাকরের বলতরিয়া 66 নম্বর ওয়াডের প্রাক্তন কাউন্সিলর খালিদ খানের স্মরণে এক বছর পর সোমবার তার বাসভবনের কাছে মিছিল বের করা হয়। যার নেতৃত্বে ছিলেন খালিদ খানের স্ত্রী রাজিয়া খালিদ খান ও ভাই আরমান খান। এ সময় খালিদের বাবা এবং তাঁর পুরো পরিবার উপস্থিত ছিলেন। মিছিলটি মনবেরিয়া থেকে শুরু হয়ে বরাকর স্টেশন রোড হয়ে বেগুনিয়া বাজার হয়ে চেকপোস্টের কাছে পথসাথী সরকারী বাংলোয় পৌঁছেছিল। যেখানে একটি শোক সভার আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে খালিদ খানের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কুলটি বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি বলেন যদি পরিবার রাজ্য সরকার বা আদালতে আবেদন করে, তবে বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত হতে পারে। যার জন্য দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন করা হবে। এই দুঃখের সময়টিতে পুরো পরিবারের সাথে আমাদের সহযোগিতা রয়েছে। বিধায়ক প্রতিনিধি আরমান খান বলেন, নিহত খালিদ খানের পরিবার এখনও ন্যায়বিচার পায়নি। মাত্র দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তখনই প্রকাশিত হতে পারে যখন এই বিষয়ে সিবিআই তদন্ত হবে। যার তদন্ত হওয়া দরকার। এ উপলক্ষে উপ মেয়র তাবসুম আরা, ব্লক সভাপতি মহেশ্বর মুখোপাধ্যায়, রওশন চৌধুরী, সুমিতা ঘোষ, সুব্রত ভাদুড়ি প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply