ASANSOL

ইসিএলের সহযোগিতায় নিমচাতে হবে মন্দির নির্মাণ

Foundation stone laying at nimcha

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, রানিগঞ্জ: দীর্ঘ কয়েক বছর ধরেই ইসিএলকে বারংবার এলাকার মন্দির নির্মাণের দাবি করেছে কেকেএসসি শ্রমিক সংগঠন। এবার সেই দাবি পূরণের উদ্যোগ নিল খনি কর্তৃপক্ষ। করোনার অবহে এই বছর ধুমধামে করা হবে না দুর্গাপুজো, তাই জরাজীর্ণ মন্দির ভেঙে নব নির্মানের কাজ শুরু করল রানিগঞ্জের নিমচা ৩ নম্বর বাজার দুর্গা কমিটি। এই নির্মান কাজে সহযোগিতা এগিয়ে এসেছেন ইসিএল। মঙ্গলবার ইসিএলের সাতগ্রাম এরিয়ার নিমচা কলিয়ারি এজেন্ট সুভাস মিত্র নারকেল ফাটিয়ে মন্দির কাজ শুরু করেন। মন্দির নির্মান এর পাশাপাশি দুর্গা মন্দির ময়দানে পুরো রঙ্গিন ইট বসানো হবে বলে জানা গেছে। এছাড়াও নিমচা বাজার ও হাট এলাকায় এডিডিএ এর পক্ষ থেকে হাই ম্যাক্স লাইট লাগানোর কাজ শুরু হয়।
কেকেএসসি এর সম্পাদক অর্জুন সিং জানান আমরা ইসিএল এর কাছে যখন যা সাহায্য চেয়েছি আমাদের তা দিয়েছে ইসিএল কতৃপক্ষ । নিমচা বাজার দুর্গা মন্দির নব নির্মানের জন্য ২ লক্ষ টাকা দিয়েছে ইসিএল। তাছাড়াও সরকার আমাদের বিভিন্ন ভাবে সাহায়্য করে চলেছে।মঙ্গলবার এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন টিরাট পঞ্চায়েত উপপ্রধান মনোজ শর্মা,কেকে এস সি সদস্য শম্ভু যাদব,সহ কেকে এস সি নেতাকর্মীরা.

Leave a Reply