দোমোহানিবাংলার যুবশক্তি কে নিয়ে দোমাহানিতে বৈঠক
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লকের
দোমোহানি আঞ্চলিক তৃণমূলের পক্ষ থেকে বাংলার যুবশক্তি কে নিয়ে বৈঠক উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার যুব সভাপতি রুপেশ যাদব এছাড়া উপস্থিত ছিলেন বারাবনি ব্লক প্রেসিডেন্ট অসিত সিংহ, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মাড্ডি, রঘু চৌবে সন্তোষ সিং প্রমুখ। এই সভায় বক্তারা বলেন আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। দলের সঙ্গে যুব সমাজ কে যুক্ত করুন